মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় রাস্তার পাশে পড়েছিল অটোরিকশাচালকের লাশ। শুক্রবার সকালে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের বালিয়ারপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকা থেকে ওই চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই চালকের নাম মো. জাকির মাঝি (৬০)। তিনি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে বালিয়ারপাড় মাদ্রাসা এলাকায় রাস্তার পাশে মো. জাকির মাঝির লাশ পড়েছিল। ফজরের নামাজ আদায় করতে বের হওয়া মুসল্লিরা রাস্তার পাশে লাশ দেখে পুলিশকে জানান। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
লৌহজং থানার ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, অটোরিকশা ছিনতাইয়ের জন্য ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা লাশ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
You cannot copy content of this page
Leave a Reply