মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর-সিপাহীপাড়া সড়কে বেইলি সেতু ভেঙে একটি মালবাহী ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চালক ও তার সহকারী।
সোমবার (১৬ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার বনিক্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, কয়েক বছর ধরেই নড়বড়ে ছিল বনিক্যপাড়া এলাকা বেইলি সেতুটি। বর্তমানে সেতুটির পাশেই একটি কংক্রিটের কালভার্ট নির্মাণ করা হচ্ছে। সোমবার গভীর রাতে নির্মাণাধীন কালভার্টের জন্য নির্মাণসামগ্রী নিয়ে মুক্তারপুর থেকে একটি ট্রাক আসে। মালবাহী ট্রাকটি পার হওয়ার সময় হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে সেতুটি। এসময় ট্রাকটি খালে পড়ে গেলে চালক ও তার সহকারী আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে বিকল্প সেতু হয়ে যানবাহন চলাচল করছে।এ বিষয়ে মুন্সিগঞ্জ সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহীন রেজা জানান, নির্মাণাধীন ২২ মিটারের কংক্রিটের কালভার্টটির ৯ মিটার তৈরির কাজ শেষ হয়েছে। সে অংশ যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে সড়কটিতে কোনো যানজট নেই।
You cannot copy content of this page
Leave a Reply