ঢাকার দোহারে মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ এসএসসি ব্যাচ ২০১৮ এর আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মেঘুলা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি কাজী রুবেলের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম খালাসী।
বিশেষ অতিথি ছিলেন মো. হান্নান বেপারী, হেলেন কাজী, হাসান ভুলু খালাসী, মো. মিরাজ খালাসী, আবুল কালাম খান, মাকসুদ মাঝি, রহমত উল্লাহ রতন, হাসনাত খালাসী সহ আরও অনেকে।
খেলায় চ্যাম্পিয়ন হয় উত্তর শিমুলিয়া সবুজ সংঘ। খেলায় প্রবাস থেকে সহাযোগীতা করেন মো. আতিকুল, কাউসার, মো. ইমন, মারুফ এবং রোহান।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
খেলাটি পরিচালনা করেন মো. রিয়াদ হোসেন, সিজান, রানা, ইমন, সাকিল, নাইম, মারুফ, রাহাত, সিয়াম এবং রাব্বি।
You cannot copy content of this page
Leave a Reply