ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মারুয়াপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলায় আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন, দোহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সাদ্দাম সহ আরও অনেকে। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
Leave a Reply