ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নে মামা বাড়ির আতিথেয়তা গ্রহন করলেন দেশের প্রখ্যাত সাংবাদিক, একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান মো. শাকিল আহমেদ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) চুড়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। তারই সহধর্মিনী, একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা প্রতিযোগীতার উদ্বোধক ছিলেন।
দুপুরে চুড়াইন সাংস্কৃতিক সংঘের মাঠ প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্যে তাই মামা বাড়ির শিশু-কিশোর বেলার স্মৃতিচারণ করেন মো. শাকিল আহমেদ।
তিনি বলেন, সে সময়ে মামা বাড়ি থেকে ৬ষ্ঠ-৭ম শ্রেণি পর্যন্ত চুড়াইন তারিনীবামা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছেন। ছিপছিপে গড়নের ছিলেন ছেলে বেলায়। এ মাঠে দৌড়েছেন, খেলাধুলাও করেছেন। বড়ও হয়েছেন এ গ্রামে। তাইতো তিনি বার বার ফিরে আসেন, সেই ছেলে বেলার স্মৃতি রোমন্থনে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা প্রতিযোগীতা করেছো। কেউ প্রথম, কেউ দ্বিতীয়, কেউ তৃতীয় স্থান অধিকার করেছো। যে দ্বিতীয় হলে, সে প্রথম হবে কেমন করে? সবাই প্রথম হবে কেমন করে। তুমি যদি বুঝতে পারো সে কেনো প্রথম হলো এবং কেনো তুমি দ্বিতীয় হলে কিংবা তৃতীয় হলে। সেটা তুমি যদি বুঝতে চেষ্টা করো, তবে তুমিও প্রথম হবে।
আর এসব ভালো কিছু, নতুন কিছু হওয়ার একটাই হচ্ছে ‘কেনো’। পৃথিবীর সবচেয়ে বড়লোক এলোনমাস্ক, সে কি চিন্তা করেছিল ‘কেনো-গাড়ি তেলে চলবে, বিদ্যুতে চলবে না?’ সেখান থেকে তিনি নতুন গাড়ি উৎপাদন করলেন। তারও ঠিক একই চিন্তাছিল ‘কেনো’। তোমাদের আশপাশে যতো সমস্যা দেখো তুমি চিন্তা করো ‘কেনো’। তবেই তুমি সফল হবে।
প্রতিযোগীতার উদ্বোধক বলেন, সাংবাদিক মো. শাকিল আহমেদ সহধর্মিনী, প্রখ্যাত সাংবাদিক, একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা বলেন, আমি এ গ্রামের মেয়ে নই ছেলের বৌ। তাইতো ফিরে ফিরে আসি।
এ ফিরে আসা কে আরও স্মরণীয় করতে চাই। আমি এলাকার মেধাবীদের জন্য চুড়াইন তারিনীবামা উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও চুড়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সাংবাদিক শাকিল আহমেদ শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিচ্ছি। যার মাধ্যমে প্রতিবছর কিছু সংখ্যক মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, চুড়াইন তারিনীবামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন চন্দ্র দাস, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীনা দাস, চুড়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন বাদল, বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মুরাদ খান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়। পরে অতিথিবৃন্দ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
You cannot copy content of this page
Leave a Reply