মানিকগঞ্জে বাড়ির সীমানা বিরোধের জের ধরে প্রতিপক্ষ এক আত্মীয়ের ধাক্কায় প্রাণ গেল শংকর শীল (৬৮) নামের এক বৃদ্ধের। রোববার সকালে পৌরসভার নবগ্রাম শীলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।
মৃত শংকর শীল ওই গ্রামের বিশ্বনাথ শীলের ছেলে।
মৃত শংকর শীলের ভাই উত্তম শীল জানান, তার চাচাতো ভাইয়ের ছেলে সত্য শীল, কার্তিক শীল, গোপাল শীল ও গণেশ শীলদের সঙ্গে পূর্ব থেকে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। মাঝে মধ্যেই এ নিয়ে ঝগড়া হতো। রোববার ছিল সীমানা পরিমাপের দিন কিন্তু জমি পরিমাপের আমিন না আসায় কার্তিক ও তার ভাইয়েরা এবং তাদের ছেলেরা তার ভাই শংকরকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এ সময় তার ভাই সাবেক কাউন্সিলর ছানোয়ার রহমানকে ডেকে নিয়ে আসেন। ছানোয়ার রহমান ঘটনাস্থলে আসার পর কার্তিকের ছেলে কৃষ্ণ তার ভাইয়ের ছেলে রতনকে মারধর করে। এ সময় তার ভাই শংকর এগিয়ে গেলে সত্য শীলের ছেলে মিঠুন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার ভাই মারা যায়।
সাবেক কাউন্সিলর ছানোয়ার রহমান জানান, দীর্ঘ দিন ধরে দুই পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় শংকর শীল মাটিতে পড়ে যায় ও হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে পুলিশ এসে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।
মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, মৃত শংকর শীলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কার্তিক শীল, তার ছেলে কৃষ্ণ ও ভাই গণেশ শীলকে আটক করা হয়েছে। মৃতের ছেলে পংকজ শীল বাদী হয়ে একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
You cannot copy content of this page
Leave a Reply