দৌলতপুর উপজেলার বিলকালিদহ গ্রামে ঘাস কাটতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে ফনি মিয়া (৬৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৩টার দিকে ঘটনাটি ঘটে। ফনি মিয়া বিলকালিদহের মৃত নাটু শেখের ছেলে।
জানা গেছে, কালিদহ গ্রামে ফনি দুপুরের খাবার খেয়ে তার নিজ জমি কান্দাচকে ঘাস কাটতে যান। বিকাল ৩টার দিকে তার জমির পাশের জমির মালিক বিলকালিদহ গ্রামের ফজল মিয়ার ছেলে চাঁন মিয়ার (৫৫) সঙ্গে জমির ঘাস কাটা নিয়ে ঝগড়া বাধে। একপর্যায়ে চাঁন মিয়া তার নাকে ঘুসি দিয়ে ফেলে দেন। এতে ফনি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কলিয়াবাজারে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বলেন, পুলিশ প্রাথমিক তদন্ত শেষ করে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
You cannot copy content of this page
Leave a Reply