মানিকগঞ্জ সদর উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের ভেতরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পুলিশ ঘরের মেঝেতে পুঁতে রাখা এক নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি।মঙ্গলবার রাতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্ধা এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির ঘরের ভেতর থেকে ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
সদর থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, অর্ধগলিত লাশ উদ্ধারের সময় নারীর গায়ে কোনো বস্ত্র ছিল না।
পুলিশসহ স্থানীয়রা ধারণা করছেন নারীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ওই ভবনের কক্ষের মেঝের নিচে মাটিতে পুঁতে রাখতে পারে।
এদিকে বাড়ির মালিক বাবুলকে খুঁজছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার বাবুল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি একতলা ভবন নির্মাণ করছেন। নির্মাণাধীন ভবনটির দরজা-জানালা এখনো লাগানো হয়নি। বাড়িতেও কেউ থাকেন না। মঙ্গলবার বিকালে প্রতিবেশী আবদুস সালাম ওই ভবনের পাশ দিয়ে নিজের বাড়িতে যাওয়ার সময় দুর্গন্ধ পান। এরপর সালামসহ স্থানীয় লোকজন ওই ভবনের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছে বলে ধারণা করেন। পরে বিষয়টি জানিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। সন্ধ্যায় সদর থানা পুলিশের নির্দেশনায় গ্রামপুলিশের সহায়তায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য শামসুল হক ভবনের ফটকের ভেতরে যান।
ইউপি সদস্য শামসুল হক বলেন, ভবনের ভেতরে ঢুকে পশ্চিম-উত্তর পাশের একটি কক্ষের কাঁচা মেঝে থেকে দুর্গন্ধ পান তারা। পরে মেঝের মাটি সরালে তারা ওই নারীর বাম হাতের কবজি দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর মাটি খুঁড়ে রাত ১২টার দিকে অর্ধগলিত ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ইউপি সদস্য শামসুল হক বলেন, ওই বাড়ি ও নির্মাণাধীন ভবনটির মালিক বাবুল মিয়া। কেউ না থাকায় বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে। বাবুল কোথায় থাকেন, তা এলাকাবাসী নিশ্চিত নন।
You cannot copy content of this page
Leave a Reply