মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ফারজানা আক্তার (৩০) নামে এক গৃহবধূ।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে নরমাল ডেলিভারির মাধ্যমে চার সন্তান ভূমিষ্ঠ হয়।
চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম থাকায় তাদের স্বাস্থ্যঝুঁকির কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। ফারজানার আরও দুই কন্যা সন্তান রয়েছে।
ফারজানা আক্তার ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামের শওকত আলীর মেয়ে এবং পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার আন্দিবাড়ী গ্রামের সেনাসদস্য শরিফুল ইসলামের স্ত্রী।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সদ্যজাত ওই চার শিশু স্বাভাবিক সময়ের আগে ৩১ সপ্তাহে জন্ম নেওয়ায় ওজন তুলনামূলক কম।
হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের ডা. তামান্না জানান, শুক্রবার রাতে প্রসব বেদনা নিয়ে ফারজানা হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্য পরীক্ষা শেষে নরমাল ডেলিভারির মাধ্যমে চারজন মেয়ে বাচ্চা জন্ম দেন। মা ও বাচ্চারা সুস্থ আছেন। তবে এই চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম থাকায় তাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।
চিকিৎসক আরও জানান, ফারজানার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত, তাই বাচ্চা ডেলিভারির পর উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় নিয়ে গেছেন।
শরিফুল ইসলাম বলেন, আল্লাহর ইচ্ছায় চারজন মেয়ে বাচ্চা হয়েছে। এতে আমরা খুশি।
সন্তানদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। ফারজানা-শরিফ দম্পতির আরও দুই কন্যাসন্তান রয়েছে বলে জানা গেছে।
You cannot copy content of this page
Leave a Reply