মানিকগঞ্জের দৌলতপুরে মোবাইল চার্জার খুলতে গিয়ে বসত ঘরে আগুন লেগে সমেজান (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার জৈন্তা গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহবধূ সমেজান ভ্যানচালক রফিকুল ইসলামের স্ত্রী। স্বামী রফিকুল ইসলাম ঢাকায় ভ্যান চালান। আর সমেজান ১৩ বছর ছেলে সুমনকে নিয়ে ওই ঘরে বাস করতেন।
জানা যায়, বাসায় প্লাস্টিক সুইচবোর্ডে মোবাইল চার্জ দিয়েছিলেন সমেজান। পরে সুইচবোর্ড থেকে মোবাইল চার্জার খুলতে গিয়ে চার্জার আটকে যায়। তখন চার্জার খোলার জন্য বেশি টানাটানি করতে গেলে সমেজান (৪৫) বিদ্যুতায়িত হয়ে পড়েন এবং ঘরে আগুন ধরে যায়। এতে সমেজান অগ্নিদগ্ধ হন। আশপাশে লোকজন না থাকায় তাকে যথাসময়ে উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী কোরবান আলী (৪৫) জানান, আগুন দেখে এগিয়ে আসি। মোবাইল চার্জ দিতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সমেজান সট খেয়ে মাটিতে পড়ে গেলে সেখানেই আগুন লেগে পুড়ে ছাই হয় সমেজান।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বলেন, ওই নারীকে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, আমি ঘটনা শুনেছি। ঘটনাটি খুব মর্মান্তিক। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদান করব। এছাড়া জেলা প্রশাসক স্যারকে এ বিষয়ে অবগত করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply