মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণেরও অভিযোগ ওঠে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) দিনগত রাতে এ হামলা ও বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় মামলা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু।
গ্রেফতাররা হলেন- উপজেলা বিএনপির সদস্য আব্দুল সামাদ, বাল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বোরহান ও বাল্লা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. আসাদ।
প্রত্যক্ষদর্শী মুদিদোকানি মাঈনুল হোসেন বলেন, রাত ১২টার পর হঠাৎ বিকট শব্দ পাই। সেটা ককটেল না পটকা বাজি তা বলতে পারবো না। আমরা বাড়ি থেকে বের হইনি। সকালে শুনি আওয়ামী লীগের অফিসে হামলা হয়েছে।
মামলার বাদী আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু বলেন, শনিবার ভোর ৫টার দিকে কৃষক লীগ সদস্য সচিব আমাকে ফোন করে অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণের কথা জানান। বিস্ফোরণে নতুন অফিসের গ্রিলের টাইলস ভেঙে গেছে। জানালা ও দেওয়ালে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা করেছি।তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম খান জাগো নিউজকে বলেন, বিএনপি নেতাকর্মীরা তো এলাকায়ই নেই। তারা কীভাবে হামলা করবে? বিএনপি কখনো এ ধরনের কাজ করে না। হামলা কে বা কারা করেছে জানি না। এর সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। আন্দোলন সংগ্রামে যাতে যোগ দিতে না পারে এজন্য পরিকল্পিতভাবে তাদের আসামি করা হয়েছে।হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জাগো নিউজকে বলেন, আওয়ামী লীগ অফিসে হামলার ঘটনায় মামলা হয়েছেন। রাতেই তিনজন বিএনপির পদধারী নেতাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
You cannot copy content of this page
Leave a Reply