মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিন ধল্লা এলাকা থেকে হেরোইনসহ ফিরোজা বেগম (৫১) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।মঙ্গলবার (০৬ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম। আটক নারী ফিরোজা বেগম সিংগাইর উপজেলার ধল্লা উত্তর পাড়া এলাকার মৃত নান্নু মিয়ার স্ত্রী। ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ধল্লা ফোর্ড নগর মনিরের গরুর ফার্মের সামনে থেকে ফিরোজা বেগমকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তার কাছে পাওয়া এ মাদকের আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ টাকা। ফিরোজার বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
You cannot copy content of this page
Leave a Reply