মাদারীপুরে চায়না আক্তার নামে এ নারীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় চায়নার ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকায় এ ঘটনা ঘটে।
চায়না কালিকাপুর ইউনিয়নের বলাইরচর গ্রামের সৌদি আরব প্রবাসী সুলতান দড়ির স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় ইজিবাইকযোগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে অন্ধকারে ৫-৬ জন দুর্বৃত্ত চায়নার গতিরোধ করে তার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। বাধা দিতেই এলোপাতাড়ি কুপিয়ে চায়নাকে মারাত্মক জখম করা হয়। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে তার ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। চায়নার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে রাজধানীর ঢাকা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎসক। ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় অপরাধীদের শনাক্ত করে ধরতে অভিযান চলছে।
You cannot copy content of this page
Leave a Reply