মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছে অন্তত ১৪ জন। শুক্রবার দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- জাজিরা গ্রামের আব্দুর রশিদ সরদারের ছেলে আশরাফ সরদার (৪৪), একই গ্রামের কাশেম হাওলাদারের ছেলে আনোয়ার হাওলাদার (৪৫), আব্দুর রশিদ সরদারের ছেলে সাহেব আলী সরদার (৫৫) ও আবু সাঈদ সরদার (৩০), দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে খোকা হাওলাদার (২৭), আব্দুল খানের ছেলে নুর আলম খান (৩৮), নাসের হাওলাদারের ছেলে রুস্তুম হাওলাদার (৫০) ও মোতালেব হাওলাদার (৫৫), মোতালেব হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার (২২), সাদ্দাম হাওলাদার (২৫) ও সোহেল হাওলাদার (৩০), রুস্তুম হাওলাদারের ছেলে রকিব হাওলাদার (২০), লাল মিয়া খানের মেয়ে মিনারা বেগম (৪০) এবং কালিকাপুর গ্রামের আবুল খানের ছেলে বাবুল খান (৪৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জাজিরা গ্রামের কাশেম হাওলাদারের সঙ্গে তার চাচাতো ভাই রুস্তুম হাওলাদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের ১৪ জন আহত হয়। এ সময় বেশ কয়েকটি বসতঘর ভাঙচুরও করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে।
এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। তবে, এই ঘটনায় একে অপরকে দোষারোপ করছে উভয়পক্ষ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, জমি নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে থানা পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply