বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দোহারের কৃত্বি সন্তান শেখ আনার কলি পুতুল।
১৭ জুলাই (রবিবার) বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সাক্ষরিত এক প্যাডে মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ঘোষণা করা হয়। এতে আনার কলি পুতুলকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
শেখ আনার কলি পুতুল দোহার উপজেলার চর জয়পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আক্কেল আলীর মেয়ে। এর আগে আনার কলি পুতুল বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে শেখ আনার কলি পুতুল দোহার বার্তাকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তা সুষ্ঠুভাবে পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। আসছে জাতীয় সংসদ নির্বাচনে সালমান এফ রহমানকে পুনরায় নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবো ইনশাআল্লাহ।
You cannot copy content of this page
Leave a Reply