ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাবুবাজার সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার সকালের দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফুলে যাওয়া অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে। তার পরনে ছিল সাদা প্রিন্টের টিশার্ট ও জিনস প্যান্ট। সদরঘাট নৌ-থানার এসআই রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply