ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবির ঘটনায় আরও এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুলাই) এ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম নুহিন (২২)। তার বাবা মো. নাসির উদ্দিন। বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার পারগেন্ডারিয়া এলাকায়।
জানা যায়, নুহিনের কানাডায় যাওয়ার জন্য পাসপোর্ট ও বিমানের টিকিট প্রস্তুত ছিল। সে সাময়িকভাবে ইসলামপুরে একটি কাপড়ের দোকানে সেলসম্যানের চাকরি করতো। মালেশিয়া প্রবাসী নুহিনের বাবা সন্তানের মৃত্যুর খবর শুনে দেশে এসেছেন।
নুহিন নিখোঁজ থাকায় তার পরিবারের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছিল। মিলব্যারাক বরাবর নদীতে ভাসমান অবস্থায় পুলিশের একটি টহল টিম নুহিনের লাশ উদ্ধার করে। পরিবারের লোকজন খবর পেয়ে নুহিনের লাশ সনাক্ত করে। পরে নুহিনের লাশ পুলিশ তার পরিবারের কাছে হসান্তর করে। এ পর্যন্ত ওয়াটার বাস ডুবির ঘটনায় ৪জনের লাশ উদ্ধার করা হলো।
You cannot copy content of this page
Leave a Reply