নবাবগঞ্জের বারুয়াখালী ন্যাশনাল ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দোহারের ঐতিহ্যবাহী লটাখোলা চাঁদ তারা ক্লাব ও দোহারের আরেক ক্লাব মালিকান্দা ক্রীড়া চক্র। গত (২৪ জুন) শনিবার নিজেদের দ্বিতীয় খেলায় লটাখোলা চাঁদ তারা ক্লাব মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রহমত আলী যুব স্পোর্টিং ক্লাব এন্ড একামেডিকে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালের দ্বিতীয় দল হিসেবে নিজেদের নাম লেখায়। এর আগে প্রথম খেলায় কেরানিগঞ্জের তালেবপুর আকবর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পেয়েছিল দোহারের ঐতিহ্যবাহী এ ক্লাবটি।
ফাইনালে তাদের প্রতিপক্ষ দোহারেরই আরেক ক্লাব মালিকান্দা ক্রীড়া চক্র। এর আগে মালিকান্দা ক্রীড়া চক্র বারুয়াখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারে নি। অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল লটাখোলা চাঁদ তারা ক্লাব ৫ বার ফাইনালে গিয়ে ৩ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তাই এবারও হট ফেবারিট হয়েই মাঠে নামবে লটাখোলা চাঁদ তারা ক্লাব। ১৪ জুলাই শুক্রবার বিকেলে বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এমপির।
Leave a Reply