ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী ন্যাশনাল ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দোহারের ঐতিহ্যবাহী লটাখোলা চাঁদ তারা ক্লাব। (২৪ জুন) শনিবার নিজেদের দ্বিতীয় খেলায় তারা মানিকগঞ্জ সিংগাইর উপজেলার রহমত আলী যুব স্পোর্টিং ক্লাব এন্ড একামেডিকে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালের দ্বিতীয় দল হিসেবে নিজেদের নাম লেখায় লটাখোলা চাঁদ তারা ক্লাব। এর আগে
প্রথম খেলায় কেরানিগঞ্জের তালেবপুর আকবর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পেয়েছিল দোহারের ঐতিহ্যবাহী এ ক্লাবটি।
ফাইনালে তাদের প্রতিপক্ষ দোহারেরই আরেক ক্লাব মালিকান্দা ক্রীড়া চক্র। ফাইনাল খেলার দিনক্ষণ এখনও নির্দিষ্ট করেনি ক্লাব কর্তৃপক্ষ।
You cannot copy content of this page
Leave a Reply