দোহার (ঢাকা) প্রতিনিধি: ভারত থেকে আসা ঢলে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত কুমিল্লার মানুষদের জন্য ২০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝিবাড়ির মৃত মতিউর রহমানের ছেলে সুইডেন প্রবাসী ওয়াহিদুর রহমান রাহাত।
জানা যায়, রাহাত নিজ উদ্দোগে ৭০ হাজার টাকা ব্যায় করে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মধ্যে ত্রান বিতরনের করেন। এ কাজে দেশে থেকে তাকে সহায়তায় করেন তার বন্ধুরা।
দেশের এমন প্রাকৃতিক বিপর্যয়ের নিজ উদ্যোগে সাধারণ মানুষের পাশে থাকায় রাহাতকে নিয়ে গর্বিত তার পরিবার ও দক্ষিণ জয়পাড়া মাঝি বাড়ির লোকজন এবং এলাকাবাসী।
রাহাতের বড় বোন সরকারি পদ্মা কলেজের প্রভাষক সুমাইয়া আক্তার বলেন, আমার ভাইয়ের এমক্ন উদ্যোগে আমরা গর্বিত। আমি আশা করছি রাহাতের এমন উদ্যোগ অন্য প্রবাসীদেরও দেশের প্রয়োজনে কাজ করতে উৎসাহ যোগাবে।
এ বিষয়ে ওয়াহিদুর রহমান রাহাত দোহার বার্তা টোয়েন্টিফোরকে জানান, প্রবাসে থাকলেও মনটা পড়ে থাকে দেশেই। তাই দেশের যেকোন প্রাকৃতিক বিপর্যয়ে নিজের সাধ্যমতো চেষ্টা করি সাধারণ মানুষদের পাশে থাকতে। তারই ধারাবাহিকতায় বন্যার্তদের সহায়তায় আমার এই ক্ষুদ্র প্রয়াস। একাজে আমার বন্ধুরা আমাকে অনেক সহায়তায় করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই।
ভবিষ্যতেও দেশের যেকোন সমস্যায় মানুষদের পাশে থাকবেন বলেও জানান এ সুইডেন প্রবাসী ওয়াহিদুর রহমান রাহাত।
You cannot copy content of this page
Leave a Reply