ওমর ফারুক, কাতার: বন্ধুসভার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং কাতার শাখার গৌরবময় অগ্রযাত্রার ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জার্সি উন্মোচন, কেক কাটা, এবং ম্যাগাজিন প্রকাশনার পাশাপাশি আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর নজরুল ইসলাম। এছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই বিশেষ দিনটি বন্ধুদের ঐক্য, সম্প্রতি এবং কাতার শাখার সাফল্যের প্রতীক হিসেবে উদযাপন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে বন্ধুসভা তাদের সৃষ্টিশীল কার্যক্রম ও কমিউনিটির প্রতি অবদান তুলে ধরে।
You cannot copy content of this page
Leave a Reply