দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৭ জানুয়ারী ভোট গ্রহন কে কেন্দ্র করে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমানের পক্ষে উপজেলার বক্সনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে ও সমর্থনে মতবিনিময় সভা করেছেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।
রবিবার সন্ধ্যায় শুরগঞ্জ রাঁধাগোবিন্দ মন্দিরের আঁকড়ায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ এর আয়োজনে করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্সনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলীম।
এ সময় ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, আওয়ামীলীগ সরকার দেশের অনেক উন্নয়ন করেছেন শুধু তাই নয় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা থেকে শুরু করে সব ধরনের নাগরীক সুবিধা দিয়ে আপনাদের পাশে আছেন শেখ হাসিনার সরকার।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও আমাদের প্রিয়নেতা সালমান এফ রহমানকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। আপনারা ৭ জানুয়ারী নৌকার প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করে শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিবেন।
বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া।
বক্সনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীমূল আহাদ রনকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বক্সনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন খান, বক্সনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তপন বার্ণাড গমেজ, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ শেখ সুজন বাবু, বক্সনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে উপস্থিত এলাকাবাসী ও নেতাকর্মীরা সালমান এফ রহমানকে সমর্থন দিয়ে এবং তার বিজয় নিশ্চিত করতে প্রতিশ্রæতি দেন।
You cannot copy content of this page
Leave a Reply