ইসরাইলিদের হামলায় মুক্তিকামী ফিলিস্তিনি মুসলিমদের শাহাদতবরণ এবং নির্বিচারে নিরপরাধ নারী, শিশুদের ওপর নজিরবিহীন গণহত্যার ঘটনায় সোমবার ক্ষোভে ফুঁসে ওঠে ঢাকার নবাবগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে ওলামা মাশায়েখসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।
সকাল থেকে সমাবেশ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মোয়াজ্জিন এবং ১৪টি ইউনিয়নের মুসল্লিরা উপজেলার বাগমারা এলাকায় সমবেত হন। পরে তৌহিদি জনতার ব্যানারে ওলামা মাশায়েখসহ ধর্মপ্রাণ মুসল্লিরা প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুনসহ মিছিল করে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করে ফিলিস্তিনি মুসলিমদের রক্ষায় দোয়া করেন।
এ সময় সমাবেশে বক্তারা মুক্তিকামী ফিলিস্তিনি মুসলিমদের ওপর হামলা এবং নারী, শিশু গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সঙ্গে ইসরাইলি ইহুদি ও তাদের দোসরদের তৈরি পণ্য বর্জনের দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, কলাকোপা ইউপি চেয়ারম্যান হাজী ইব্রাহিম খলিল, মুফতি মিজানুর রহমান, মাওলা সালাউদ্দিন, মুফতি মাহবুবুর রহমান, মুফতি নিযাম উদ্দিনসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।
You cannot copy content of this page
Leave a Reply