ফরিদপুরের নগরকান্দায় পাট বোঝাই ট্রাকেতে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার বিকালে লস্করদিয়া ইউনিয়নের শশা বড় ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার বিকালে নগরকান্দা বাজারের পাট ব্যবসায়ী ওমেদ আলীর গোডাউন থেকে ৩০১ মন পাট ট্রাক বোঝাই করে উপজেলার তালমা এলাকার নুর জামান জুটমিলে নিয়ে যাচ্ছিল। লস্করদিয়া ইউনিয়নের শশা বড় ব্রিজের কাছে পৌঁছালে পাটে হঠাৎ আগুন লেগে যায়। পাটের গাড়িতে আগুন দেখে পথচারীদের চিৎকারে চালক চলন্ত ট্রাক থামিয়ে দেয়। আশপাশের গ্রামের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন লাগার খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। পাট ব্যবসায়ী ওমেদ আলী বলেন, আমার দোকানের ৩০১ মন পাট, ৭ লাখ ২০ হাজার টাকা দিয়ে আমার থেকে তালমা নুর জামান জুটমিলের মালিক কিনে নিয়েছেন। আগুনে আংশিক পাট পুড়ে যাওয়ায়, আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply