দুই সপ্তাহের ব্যবধানে কোতোয়ালি থানার ওসি শহিদুল ইসলামসহ তিন থানার ওসিকে প্রত্যাহারের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্দেশনাটি মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন ইসির উপসচিব মো. মিজানুর রহমান।চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ ও ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলকে অন্যত্র বদলি করে তাদের স্থলে অন্য জেলা থেকে পদায়ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
You cannot copy content of this page
Leave a Reply