ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ওয়াসিত্ব টাওয়ার-২ এর ছাদ থেকে পড়ে ফিরোজা বেগম (৫২) নামে এক চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
ফিরোজা বেগম ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নিরঞ্জন কুমার দাসের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী ফ্লাটের লোকজন জানান, সোমবার সকালে ডাক্তার ফিরোজা বেগমকে ওয়াসিত্ব টাওয়ারের ১১ তলার ছাদে হাঁটাহাঁটি করতে দেখা যায়। হাঁটাহাঁটির এক পর্যায়ে গৃহবধূ ডাক্তার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। পরে কোতোয়ালি থানার পুলিশকে অবহিত করলে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সূত্র জানায়, ডা. নিরঞ্জন কুমার হিন্দু সম্প্রদায়ের হলে ও ডা. ফিরোজা বেগম মুসলিম ছিলেন। তারা একে অপরের চেনাজানা থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ নিয়ে হয়তো উভয়ের সঙ্গে বনিবনা কিংবা পরিবারের মাঝে দ্বন্দ্ব থাকতে পারে।
মৃতের স্বামী ডা. নিরঞ্জন কুমার দাস ও এলাকাবাসী জানান, সে দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি এসেছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি তদন্ত আব্দুল গফফার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই ভবনের মাঝের রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখতে পান। এ সময় লাশের মাথা থেকে রক্ত বের হতে দেখা যায়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
You cannot copy content of this page
Leave a Reply