নবাবগঞ্জ প্রতিনিধি: দোহার উপজেলার জয়পাড়া কলেজের অনার্স ২০২২/২৩ বাংলা বিভাগের এক শিক্ষার্থী অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার জন্য ফরম পূরণের নির্ধারিত টাকা থেকে কিছু টাকা কম দিতে চাওযায় তাকে অপমান করেছেন কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান।
জানা যায়, দোহার-নবাবগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন কলেজগুলোতে অনার্স ২০২২-২৩ বাংলা বিভাগের ফরম পূরণের জন্য দুই হাজার থেকে আড়াই হাজার টাকা নিচ্ছে। কিন্তু দোহারের জয়পাড়া কলেজ চার হাজার টাকা নিয়ে ফরম পূরণ করছে। এরমধ্যে কোন শিক্ষার্থী অর্থিক সমস্যার কারণে কিছু টাকা কমাতে গেলে অধ্যক্ষ তাদের বিভিন্নভাবে অপমান করছেন। এরই বাস্তবায়ন ঘটেছে গতকাল বুধবার ২৯ মে সকালে। কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী তানজিলা রিফা অভিযোগ করে বলেন, আমি অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান স্যারের অফিস কক্ষে গিয়ে বলি, স্যার আমার বর্তমান আর্থির অবস্থা বেশিটা ভালো নয়। আমাকে তিন হাজার টাকায় ফরম পূরণের সুযোগ করে দেন। তখন ঐ অধ্যক্ষ আমাকে বলে, টাকা না থাকলে লেখাপড়া করার কি দরকার, ছেড়ে দাও। তোমার জায়গার অন্য একজন শিক্ষার্থী এখানে ভর্তি হলে তাকে পূরো চার হাজার টাকা দিয়েই ফরম পূরণ করতে হতো। তাই তোমাকেও সেটাই করতে হবে। অন্যথায় লেখাপড়া ছেড়ে দাও। গরীব মানুষের আবার লেখাপড়া করার দরকার কি?
এবিষয়ে জয়পাড়া কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান বলেন, আমি ঐ শিক্ষার্থীকে কোন রকম অপমান করিনি আরও বলেছি, কলেজের সভাপতিকে বলে এক হাজার টাকা কমিয়ে দিবো।
এবিষয়ে জয়পাড়া কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ইভু চৌধুরী বলেন, টাকার জন্য একজন শিক্ষার্থীকে অপমান করার বিষয়ে আমার জানা নেই। তাই কিছু না জেনে আমি কোন মন্তব্য করতে রাজি নই। বিভিন্ন কলেজগুলোর চাইতে আপনারা বেশি টাকা নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কলেজের বিভিন্ন খরচ থাকে তাই কিছু টাকা বারতি নিতেই হয়।
সূত্রঃ সমকাল।
You cannot copy content of this page
কলেজ কর্তৃপক্ষ অযাচিতভাবে বেশি টাকা কেন নিবে? এটির সুব্যবস্থা থাকা বাঞ্চনীয়। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে সেই টাকার উপযুক্ত ব্যবহার হচ্ছে কি-না সেটিও দেখভালের দায়িত্ব ম্যানেজিং কমিটির।