বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার বাংলাদেশের কৃষি খাতকে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তাই কৃষি ও কৃষকের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মো. আবুল হোসেন নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগ নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভায় একথা বলেন।
তিনি বর্তমান সরকারের সময় হওয়া কৃষি ও কৃষকের উন্নয়ন সম্পর্কে বলেন, বিশ্বে পাট উৎপাদে ২য়, ধান উপাদনে ৩য়, সবজি উৎপাদনে জনবহুল বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে আছে। এছাড়া আলুতে ৭ম এবংআম জাতীয় ফল উৎপাদনে ৪র্থ। সরকার কৃষি শ্রমিকের সংকট মোকাবেলায় সহজ কিস্তিতে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবস্তা করেছেন। সারের দাম কৃষকের নাগালের মধ্যে রাখতে সরকার ভূর্তকি দিয়ে যাচ্ছেন এছাড়া কৃষককে সহজ শর্তে কৃষি ঝৃণের ব্যবস্তা করেছে এবং করোনা পরবর্তী সময় থেকে বিভিন্ন সময় কৃষক সমাজকে কৃষি বীজ, সার প্রণোদনা দিয়ে যাচ্ছেন। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে রয়েছে বাজার মনিটরিং ব্যবস্তা ।
আর এসব কিছু কৃষকের কল্যাণে একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত আওয়ামী লীগ সরকারই করেছেন। কৃষিখাতের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দোহার ও নবাবগঞ্জে বুধবার(১৮) অক্টোবর কৃষক সমাবেশে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক ও দলীয় নেতৃবৃন্দকে সরকারে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সর্ম্পকে অবহিত করবেন। কৃষক লীগের সকল নেতাকর্মীকে কৃষক সমাবেশ সফল করতে একযোগে কাজ করতে হবে। এসময় উপজেলা কৃষক লীগ আহবায়ক কমিটির নেতৃবৃন্দসহ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply