প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আমি আক্তারউজ্জামান খালাশী আপনাদেরকে জানাচ্ছি যে, গত ২৫/০২/২০২৪ রোজ রবিবার উত্তর শিমুলিয়া হাসির মোর দেলু বাদসা সাহেবের বাড়িতে একটি মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করে খলিল ও জলিল উত্তর শিমুলিয়া গ্রামের নাম পরিবর্তন করে গ্রামের নাম দিয়েছে আইয়ুব নগর হাসির মোর। আমি সেখানে উপস্থিত থেকে সুন্দর একটা সমাধান করে দেই যেন এলাকায় সকলে মিলে মিশে থাকতে পারে। কিন্তু অত্যান্ত দু:খের কথা, খলিল ও জলিলের মা পাশের ভবন থেকে গোপনে মীমাংসার বিষয়টি ভিন্নখাতে চালিয়ে নিতে ভিডিও ধারণ করছিলো। এমন সময় তা লোকজন দেখে ফেললে তখন শালিসের লোকজন সেই মোবাইলটা নিয়ে এসে ্আমার হাতে তুলে দেয়। সেখানে কোন মারধর হয় নাই। কিন্তু এমন সময় জলিল মিথ্যা অভিযোগ তুলে বলে উঠে আমার মা ও বোনকে ওরা মারধর করেছে। তখন শালিসের লোকজন উত্তেজিত হয়ে জলিলকে চড়থাপ্পড় মারলে তখন জলিলের ফোনটা নিচে পরে যায়। তখন আমি সবাইকে রাগ করে পরিস্থতি শান্ত করে ফোন ফিরিয়ে দিয়ে জলিলকে আমার পাশে বসিয়ে আবার শালিসের কাজ শুরু করি। এসময় জলিলের মা বার বার গালিগালাজ করলে রউফ সাহেব তাকে রাগ করে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর আমি শালিসে উপস্থিত সকলের সই নিলাম এ সময় জলিল ও সই দিলো। আমি ওদের মোবাইল দুইটা ওর বাবা রউফ সাহেব সামনে জলিলের নিকট বুঝিয়ে দেই। কিন্তু এ বিষয়টি নিয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে খালাসী বাড়িরর সম্মান হানী করার জন্য দোহারের স্থানীয় কিছু প্রত্রিকায় ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো তারা যেন সংবাদ প্রকাশের আগে তথ্য ভালভাবে যাচাই বাছাই করে নেয়।
ধন্যবাদ-
আক্তারউজ্জামান খালাশী
উত্তর শিমুলিয়া, দোহার, ঢাকা।
You cannot copy content of this page
Leave a Reply