ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী ন্যাশনাল ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম খেলায় কেরানিগঞ্জের তালেবপুর আকবর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে দোহারের ঐতিহ্যবাহী লটাখোলা চাঁদতারা ক্লাব। মঙ্গলবার বিকেলে বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধের কেরানিগঞ্জের তালেবপুর আকবর স্পোর্টিং ক্লাব প্রথমে গোল করে ১-০ তে এগিয়ে যায়। বিরতির পরে খেলায় ফিরে লটাখোলা চাঁদতারা ক্লাব। পর পর দুইটি গোল তালেবপুর আকবর স্পোর্টিং ক্লাবের জালে জরিয়ে ২-১ এ এগিয়ে যায় লটাখোলা চাঁদতারা ক্লাব। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়েও চাঁদ তারা ক্লাবের রক্ষনভাগ ভেদ করতে পারেনি তালেবপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে সেমিফাইনালে উঠে লটাখোলা চাঁদতারা ক্লাব।
এবারের খেলায় নক আউট পদ্ধতিতে মোট দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ ও সিংগাইর মিলিয়ে মোট ৮টি ক্লাব অংশগ্রহণ করছে।
Leave a Reply