দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, বর্ণাঢ্য আয়োজনে ঢাকার দোহার উপজেলায় দোহার প্রেসক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৩৩২ উদযাপন ও দোহার প্রেসক্লাবের নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপি উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মাধ্যমে দোহার প্রেসক্লাবে এর আয়োজন করা হয়।
দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব বলেন, বাংলা নববর্ষ বাঙালির উৎসবের দিন। আর এ উৎসব আমাদের বাঙালি সত্ত্বাকে করেছে আরো ঐতিহ্যময়। সাধারণ সম্পাদক আতাউর সানি বলেন, বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ বাংলা নববর্ষ উদযাপন। এ সময় তিনি প্রেসক্লাবের সকল সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান। এছাড়া বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রেসক্লাবের সকল সদস্যকে পাঞ্জাবি, প্রেসক্লাবের পরিচপত্র (আইডি) প্রদান করা হয়। পাশাপাশি দুপুরের খাবার হিসেবে পান্তা, ইলিশ, বিভিন্ন ফল, দই, খই, মিষ্টি ইত্যাদি দেশীয় খাবারের আয়োজন। এ সময় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সকল সদস্যগণ। পরে সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply