কাপড়ের সবচেয়ে বড় পাইকারী বাজার নরসিংদীর মাধবদী থানা এলাকার বাবুরহাটে আগুন লেগেছে। রাত সাড়ে ১১ টার দিকে আগুনের সুত্রপাত হলে মুহূর্তেই তা পুরো বাজারে ছড়িয়ে পড়ে। কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায় নি। ইতিমধ্যে আগুন চার দিকে ছড়িয়ে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। আগুন নেভানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও কাপড়ের ঘাট সহ প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নি। আগুন নিভানোর চেষ্টায় করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭ টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সাদেকুল বারি। তিনি বলেন, ” আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে, তা এখনো জানা যায় নি। কোনো হতাহতের ঘটনা এখনো শুনিনি। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৭ টি ইউনিট রাত ১১ টায় শুরু করেছি। কিন্তু এখন ১২.৪৫ বাজলেও আগুন নিয়ন্ত্রণে আসে নি। আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”
শেখেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক বলেন, “আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। স্থানীয়রাও আমাদের আগুন নেভানোর কাজে এগিয়ে আসছেন। এখনো ক্ষয়ক্ষতির কথা বলা যাবে না। আমরা কাজ করছি। আগুনের সুত্রপাত তদন্ত ছাড়া বলা যাবে না। এদিকে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীদের সঙ্গে কথা হলে তারা বলেন, যে ভাবে ভয়াবহ আগুন লেগে মুহূর্তেই পুরো বাজারে ছড়িয়ে গেছে। তাতে ধারণা করা হচ্ছে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
আল-আমিন মিয়া
নরসিংদী
০১৭১৬৫৪৬৩১৯
৩০/১০/২০২৩
You cannot copy content of this page
Leave a Reply