ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুকে রোববার রাজধানীর ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আটক পান্নু উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, আজাদুল ইসলাম হাই পান্নু ১ নভেম্বর নবাবগঞ্জ থানায় হওয়া নৈরাজ্য ও ভাঙচুর মামলার আসামি।
বিএনপি দলীয় সূত্র জানায়, উপজেলা বিএনপিসহ একাধিক সহযোগী সংগঠনের নেতরা মামলা-হামলা ভয়ে এলাকা ছেড়ে আছেন। ঢাকা জেলার বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ অধিকাংশ নেতাকর্মীর বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা করা হয়েছে। তাদের দাবি বিএনপির কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচি পালন করে থাকে। কোনো ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি করে এমন নজির নবাবগঞ্জ উপজেলা বিএনপিতে নেই। তবে দলের অধিকাংশ নেতাকর্মী গ্রেফতার আতঙ্কে আছেন এমনটা জানায় তারা।
You cannot copy content of this page
Leave a Reply