ঢাকার নবাবগঞ্জের কৈলাইল থেকে ৪৩০ লিটার চোলাই মদসহ ২ জনককে আটক করেছে র্যাব-১০। আটককৃতরা হলেন রেবা আক্তার(৩৫) ও মো. জাকারিয়া (২৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (৩১ মে) মঙ্গলবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার নবাবঞ্জের কৈলাইলে অভিযান পরিচালনা করে আনুমানিক ৪,৩০,০০০/- (চার লক্ষ ত্রিশ হাজার) টাকার ৪৩০ লিটার (চারশত ত্রিশ) লিটার দেশীয় চোলাই মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের নিকট হতে একটি সুইচ গিয়ার চাকু, ১টি মোবাইল ফোন ও নগদ- ১৬,৪৬০/- টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
আটককৃতদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হবে বলে জনিয়েছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ।
You cannot copy content of this page
Leave a Reply