বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস, ষড়যন্ত্রমূলক অপরাজনীতির প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা ফটক হয়ে কায়কোবাদ চত্তরে ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা শান্তি ও উন্নয়ন সমাবেশে মিলিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পলাশ চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলিপ কুমার মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শশাঙ্কভূষণ পাল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ সুজন বাবু, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ প্রমুখ।
সমাবেশে বক্তারা, বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান।
You cannot copy content of this page
Leave a Reply