ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আবারও সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার নাম আব্দুল মাজেদ খন্দকার মানিক (৭১)। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কলকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালসংলগ্ন এলাকায় রাস্তার পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা আব্দুল মাজেদ খন্দকার মানিককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।নিহত মাজেদ খন্দকার উপজেলার কলাকোপা ইউনিয়নের খন্দকার নোয়াদ্দা গ্রামের মরহুম খন্দকার আব্দুল হামিদের ছেলে। তিনি কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সহসভাপতি ছিলেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল বলেন, এবিষয়ে থানায় কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি।
You cannot copy content of this page
Leave a Reply