ঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. রোহান (৬) নামের এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত রোহান মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের ছাত্র।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২৬ মে রোববার সকাল ৯টায় বিদ্যালয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাড়ি থেকে বের হয়ে মহব্বতপুর-বান্দুরা প্রধান সড়ক পারাপারের সময় বেপরোয়া গতিতে সিএনজি চালিত অটোরিকশা আসলে ওই শিক্ষার্থীকে ছিটকে ফেলে চলে যায় সিএনজি চালিত অটোরিকশাটি৷
স্থানীয়রা রোহানকে আহত অবস্থায় তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷ দেয়া হয় প্রাথমকি চিকিৎসা। মুখ ও মাথায় গুরুতর আঘাত পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়৷
খবর পেয়ে তাৎক্ষণিক স্বাস্থ্য কমপ্লেক্সে আহত শিক্ষার্থীর খোঁজ নিতে আসেন এবং চিকিৎসার জন্য অর্থনৈতিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল।
এছাড়াও শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান শামীম আহত শিক্ষার্থী রোহানের খোঁজখবর নিতে আসেন৷
এদিকে সচেতন নাগরিকরা বলছেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের চলাচল, সড়ক পারাপারসহ বিভিন্ন বিষয়ে আরও বেশি সতর্কমূলক বিষয়ক সভা-সেমিনার করা প্রয়োজন৷ বিদ্যালয়ে মাঝে মধ্যে যেসব অনুষ্ঠানের আয়োজন করা হয়, এর পাশাপাশি শিক্ষার্থীরা বাসা থেকে স্কুলে কীভাবে আসবে কীভাবে স্কুল ছুটি দিলে বাসায় যাবে এসব বিষয়ে সচেতনতামূলক সভা-সেমিনারের প্রয়োজন। তবেই বিদ্যালয়ে যাতায়াতের সময় শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনার কবল থেকে বাচতে পারবে এবং বিদ্যালয়ে যাতায়াতে সতর্ক অবলম্বনে আগ্রহ বাড়বে৷
You cannot copy content of this page
Leave a Reply