ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আক্কাস আলী তালুকদার (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আক্কাস আলী দোহার উপজেলার মধ্য লটাখোলা গ্রামের মৃত রহম আলী তালুকদারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, (১২ জুলাই) বুধবার সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ সদরের নিমতলা কালী মন্দিরের সামনে রাস্তা পার পাওয়ার সময় আক্কাস আলীকে একটি ব্যাটারি চালিত অটো রিক্সা স্বজোরে ধাক্কা দিলে সেখানেই গুরুত্বর আহত হন তিনি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার এসআই সনঞ্জিত কুমার ঘোষ জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্থর করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply