মাটির সংস্কৃতি ধরে রাখব আমরা, ছড়িয়ে দিব সারা বিশ্বে এই প্রতিপাদ্যকে ধারণ করে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শরৎকালীন নাড়– উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। সাংস্কৃতিক সংগঠন নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা) ও স্বেচ্ছাসেবী সংগঠন ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা) এই আয়োজন করে।
এ সময় অর্ধশত প্রতিযোগী তাদের নিজ হাতে তৈরি নাড়– প্রদর্শন করেন। অনুষ্ঠানে নাফার শিল্পীদের পরিবেশনায় নাচ, গান, ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। সেইসঙ্গে লক্ষ্মী পূজার মাটির সরা, হাঁড়ি, কলসসহ কুটির শিল্প প্রদর্শন করা হয়। পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply