নারীর ক্ষমতায়ন শক্তি’ এ স্লোগানকে ধারণ করে উপজেলার কৈলাইল ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় মঙ্গলবার সব শ্রেণি-পেশার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বেচ্ছাসেবী সংগঠন (এনজিও) শক্তি ফাউন্ডেশন দিনব্যাপী নারী ও পুরুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়।
এ দিন সংগঠনটির নতুন শাখা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সব শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। পরে আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সরকার দেশের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে শুধু ব্যণিজিক কর্মকাণ্ড নয় সেবার মাধ্যমে মানুষে পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছে। তাই ক্রেডিড প্রোগ্রামের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে কাজ করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন- সংস্থাটির জোনাল ম্যানেজার মো. জহির উদ্দিন, মো. মহিদুর রহমান খান, ইমরান হোসেন, মো. আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মো. বশির আহমেদ প্রমুখ।
You cannot copy content of this page
Leave a Reply