গ্রামবাংলার ঐতিহ্যকে পরিচয় করিয়ে দিতে নানা আয়োজনে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী স্কুল প্রাঙ্গনে এ উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা শীতকালীন পিঠার পসরা সাজিয়ে স্টল নিয়ে অংশগ্রহন করেন।
বিক্রির জন্য বেশ কয়েকটি স্টলে বাহারি পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। চিকেন ভাপা, ডিম বল, দুধ চিতই, মালপোয়া, পাঠিসাপটা, নকশি পিঠা, মালাই পিঠা, পাকন পিঠাসহ নানা রকমের পিঠা রাখা হয়েছিল। দেশি বাহারি পিঠা প্রদর্শনীর মাধ্যমে শিশুদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো হয়। পিঠা উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের আগমনে স্কুল প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়।
পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। বিশেষ অতিথি ছিলেন দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল।
পরে মেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কুল কর্তৃপক্ষ।
You cannot copy content of this page
Leave a Reply