ঢাকার নবাবগঞ্জে ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র্যাব-১০। আটকৃতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চর সোনাতলা গ্রামের আ. রশিদের ছেলে সেলিম রানা (৩৪) এবং একই উপজেলার মহিষকুন্ডী কলেজ রোড এলাকার সাজেদুল ইসলামের মেয়ে শবিতা (৩২)।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার (১৭ মে) রাতে নবাবগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে ১শত দুই বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ এক লক্ষ ৩ হাজার টাকাসহ সেলিম রানা ও শবিতাকে আটক করা হয়। পরে মামলা দিয়ে তাদেরকে নবাবগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এ ঘটনায় নবাবগঞ্জ থানার (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, আসামীদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply