ইয়াবাসহ আটক এবং একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাজেশ খানকে দল থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা যুবলীগ।
বুধবার নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূর আলম দলীয় স্বাক্ষরিত প্যাডে রাজেশকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে গালিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতি দেন।
এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলম বলেন, রাজেশের বিরুদ্ধে গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী একাধিক অসামাজিক কার্যক্রমের প্রমাণ রয়েছে, যা সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলা বিনষ্ট করেছে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply