ঢাকার নবাবগঞ্জে মাদক ব্যবসায়ী নুর আমিনকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখের নেতৃত্বে নবাবগঞ্জ থানার এসআই মো. আমিরুল ইসলাম ও এএসআই বিশ্বনাথ দত্ত সঙ্গীয় ফোর্সদের সহায়তায় ২০/০৫/২০২৩ খ্রিঃ তারিখ নবাবগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে টিকরপুর এলাকা হতে পেশাদার ১ জন মাদক ব্যবসায়ীর নিকট হতে ৯৫ (পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করেন এবং অন্য ১ জন আসামী দৌড়াইয়া পালাইয়া যায়। ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নবাবগঞ্জ থানার মামলা নং-২২, তারিখ- ২০/০৫/২০২৩, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ রুজু করা হইয়াছে। মামলাটি তদন্তাধীন আছে।
You cannot copy content of this page
Leave a Reply