ঢাকার নবাবগঞ্জের কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনে বুরো ধান কর্তন উদ্বোধন অনুষ্ঠান করা হয়েছে।
বুধবার (৫ জুন) দুপুরে উপজেলা আগলা পূর্বপাড়া চকের প্রধান সড়কে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।
উপজেলা পরিষদের অর্থায়নে কৃষি প্রণোদনার ভর্তুকি মূল্যে এ বছর বারুয়াখালী গ্রামের কৃষক সামছুল হককে একটি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন দেয়া হয়। এছাড়াও, কৃষি প্রণোদনার আওতায় আগলা গ্রামের ৩০জন কৃষকের ৩০ একর জমিতে সমলয়ভাবে বোরো ধান রোপন করা হয়। আজ সেসব জমির ধান কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনে কর্তন করা হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রোখসানা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মনিরুজ্জামান তুহিন, আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ আল মাসুদ টুটুল, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী খুরশিদা মহিউদ্দিন প্রমুখ
You cannot copy content of this page
Leave a Reply