নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ঢাকার নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কাশিমপুর কবরস্থানের বিপরীতে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে ডায়ালাইসিস সেন্টারে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, কিডনি রোগ বিশেজ্ঞ অধ্যাপক ডা. এম এ সামাদ, ডা. সুমাইয়া খানম, ক্যাম্পস প্রতিষ্ঠাতা ও ম্যানেজার মো. জাহিদ হাসান, মো. তাজুল ইসলাম, শিক্ষক মিরাজ হোসেন ও ব্যবসায়ী মো. হীরন ইয়াসীনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
You cannot copy content of this page
Leave a Reply