ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আর্ন্তজাতিক প্রবীণ দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলার আগলা বাগবাড়ি এলাকায় বড় রাস্তা পাশে দাঁড়িয়ে মানববন্ধন করা হয়। অনুষ্ঠানটি সহযোগিতা করেন কেয়ার ফর এইজইং পোপোলেশন।
পরে প্রবীণদের বিনামূল্যে ডাক্তারী পরামর্শ সেবা প্রদান কর্মসূচী পালন করা হয়। ঢাকা নিটিং লিমিটেডের চেয়ারম্যান মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, আগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিন চৌধুরী।
এনজিও সংস্থা আশার (প্রোগ্রাম) নির্বাহী ভাইস চেয়ারম্যান শাঁওলী ঝর্ণার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, দারু, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি হারুন অর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply