বিএনপি ও জামায়াতের তিন দিনের অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে মঙ্গলবার ভোরে নবাবগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় নাশকতার পরিকল্পনা করার অভিযোগে ৫ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার বান্দুরা ইউনিয়নের হাড়িকান্দা এলাকাসংলগ্ন ঢাকা দোহার সড়কে যমুনা পরিবহণের একটি বাস ভাংচুর করার চেষ্টাকালে নবাবগঞ্জ থানা পুলিশ তিনজনকে তাৎক্ষণিক আটক করে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে পরিবহণ ভাঙচুরসহ নাশকতার পরিকল্পনা করার সময় আরও ২ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আটকৃতরা হলেন- যুবদল নেতা দুর্জয় মাহমুদ সোহেলসহ ৫ জন।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, মানুষ চলাচল বা পণ্য পরিবহণে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করছে থানা পুলিশ। বিশেষ করে সড়ক ও পরিবহণ নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে। দেশ ও জনগণের নিরাপত্তায় পুলিশ বাহিনী সব সময় পাশে থেকে কাজ করবে ইনশাআল্লাহ।
এদিকে অবরোধের সময় জনদুর্ভোগ ঠেকাতে উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে অভিযানসহ টহল কার্যক্রম পরিচালনা করছেন। বিশেষ করে প্রধান সড়কগুলোতে মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহণের কাগজপত্র চেক করার মাধ্যমে বহিরাগত নাশকতাকারীদের যাতায়াত বন্ধে কাজ করছেন। এছাড়া যানজট নিরসনে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে প্রশাসন। ফলে নবাবগঞ্জ দোহারে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply