বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহ যথাযোগ্য মর্যাদায় বুধবার দিবসটি পালন করেছে।
এ উপলক্ষ্যে সকালে দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ,যুব লীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ যৌথভাবে র্যালী বের করেন। পরে নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা। এসময় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে।
উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিকদার, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জালাল উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ, কৃষক লীগ,যুব লীগ ও ছাত্র লীগ, সেচ্ছাসেবক লীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
You cannot copy content of this page
Leave a Reply