ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রাক্তন মন্ত্রী ও এমপি, বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কয়েকটি এতিমখানা ও মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা ১২টায় আব্দুল মান্নানের মেয়ে ব্যারিষ্টার মেহনাজ মান্নান স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের সাথে নিয়ে নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে তার নিজ বাড়িতে শায়িত দাদা-দাদির কবর জিয়ারত করেন।
পরে তার বাবা আব্দুল মান্নানের আত্মার মাগফিরাত কামনা করে নবাবগঞ্জ উপজেলার আন্ধারকোঠা দারুস সুন্নাহ আদর্শ মহিলা মাদ্রাসা, আওনা মহিলা মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবদলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি তপন মোল্লাসহ বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
You cannot copy content of this page
Leave a Reply